Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 জামালপুর ইউনিয়ন পরিষদ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ মোঃ জাহিদ হাসান শুভ- চেয়ারম্যান, মোবাইল :01721884482, সৈয়দ আফলাক হোসেন- ইউপি সচিব, মোবাইল- 01712093269, মোঃ আবু সাঈদ আকন্দ-উদ্যোক্তা, মোবাইল- 01318039585 ধন্যবাদ...

এতদ্বারা ৪নং জামালপুর ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে।  জনাব মোঃ জাহিদ হাসান শুভ, চেয়ারম্যান (নিবন্ধক) ও সৈয়দ আফলাক হোসেন, ইউপি সচিব (নিবন্ধন-প্রস্তুতকারক)।

ইউনিয়ন তথ্য বাতায়ন নতুন ভার্সনে আপডেট এর কাজ চলছে..কোন তথ্য না পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- 

               মোঃ আবু সাঈদ আকন্দ, উদ্যোক্তা, জামালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার. মোবাইল: 01318 039585


খাদ্য উৎপাদন

জামালপুর ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  সরিষা ও তিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাতাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, ধনে, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।