সুজলা সূফলাসাদুল্লপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ৪নং জামালপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ ৪নং জামালপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং জামালপুর পরিষদ।
খ) আয়তন – ৫৭৮৫.০৭একর
গ) লোকসংখ্যা –মোট: ৩৮০০০
জন (প্রায়) (২০২১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৭টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৮৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৯টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৪টি,
মাদ্রাসা-৭ টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনব মোঃ জাহিদ হাসান শুভ
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১টি
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ২২/১১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ২৬/১১/২০২২ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৫/১১/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –তরফ বাজিত, গয়েশপুর, হামিন্দপুর, খোর্দ্দ রসুলপুর (কলপাড়া, নাগবাড়ী বাজার, মোংলাবন্দর), কন্দর্প মনোহরপুর, চক সালাইপুর (মাদ্রাসার বাজার), শ্রীকলা, বড় জামালপুর, আরাজী জামালপুর, গোপালপুর, পাতিল্যাকুড়া, পাতিল্যাকুড়া চকদাড়িয়া, চিকনী, এনায়েতপুর, দুর্গাপুর, বুজরুক রসুরপুর (বাজার পাড়া),
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা- ১ জন
৪)ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস