Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 জামালপুর ইউনিয়ন পরিষদ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ মোঃ জাহিদ হাসান শুভ- চেয়ারম্যান, মোবাইল :01721884482, সৈয়দ আফলাক হোসেন- ইউপি সচিব, মোবাইল- 01712093269, মোঃ আবু সাঈদ আকন্দ-উদ্যোক্তা, মোবাইল- 01318039585 ধন্যবাদ...

এতদ্বারা ৪নং জামালপুর ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে।  জনাব মোঃ জাহিদ হাসান শুভ, চেয়ারম্যান (নিবন্ধক) ও সৈয়দ আফলাক হোসেন, ইউপি সচিব (নিবন্ধন-প্রস্তুতকারক)।

ইউনিয়ন তথ্য বাতায়ন নতুন ভার্সনে আপডেট এর কাজ চলছে..কোন তথ্য না পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- 

               মোঃ আবু সাঈদ আকন্দ, উদ্যোক্তা, জামালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার. মোবাইল: 01318 039585


মামলার আবেদন

জামালপুর ইউনিয়ন পরিষদের মামলা করতে হলে । প্রথমে  মামলার জন্য  বাদী কে বাদী ও বিবাদী উল্লেখ্য করে  আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর। ওই আবেদন ইউনিয়ন পরিষদের জমা দিলে ইউনিয়ন পরিষদ ৩ দিনের ভিতর বাদীকে মামলর দিন জানিয়ে দিবে এবং বিবাদীকে নোটিশ জারী করবে এবং  নোটিশে মামলার দিন ও তারিখ নির্ধারণ করা হবে।

গ্রাম আদালতের মামলার আবেদন পত্রের নমুনা

মামলা নম্বর    :

দায়েরের তারিখ:

মামলার ধরন   :

চেয়ারম্যান

৪নং জামালপুর ইউনিয়ন পরিষদ

উপজেলাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা।

 

বিষয়ঃ গ্রাম আদালত গঠনের আবেদন এবং অভিযোগ/দাবির বিবরণ।

আবেদনকারীর নাম ও ঠিকানা

প্রতিবাদীর নাম ও ঠিকানা

স্বাক্ষীগণের নাম ও ঠিকানা

 

ঘটনার স্থানঃ

 

 

 

 

 

 

তারিখঃ

 

 

 

সময়ঃ

 

 

 

তফসিলঃ

 

 

 

 

 

 

(এখানে আবেদনকারীর বক্তব্যের বিস্তারিত বিবরন এবং তিনি কি প্রতিকার প্রার্থনা করেন তার বিবরন থাকবে)

 

 

 

 

 

 

 

 

 

 

 

                        আবেদনকারীর স্বাক্ষর

                  জাতীয় পরিচয়পত্রনং---------------

 

(বিঃদ্রঃ প্রয়োজনে একাধিক কাগজ ব্যবহার করা যাবে।)