Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 জামালপুর ইউনিয়ন পরিষদ-এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 

ইউনিয়ন পরিষদের সাথে জরুরী যোগাযোগঃ মোঃ জাহিদ হাসান শুভ- চেয়ারম্যান, মোবাইল :01721884482, সৈয়দ আফলাক হোসেন- ইউপি সচিব, মোবাইল- 01712093269, মোঃ আবু সাঈদ আকন্দ-উদ্যোক্তা, মোবাইল- 01318039585 ধন্যবাদ...

এতদ্বারা ৪নং জামালপুর ইউনিয়নবাসীকে জানানো যাইতেছে যে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের দ্বৈততা পরিহারের করিবার লক্ষ্যে জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে। এছাড়াও সন্তানের জন্ম সনদের ত্রুটি সংশোধনের ক্ষেত্রে পিতা ও মাতার জন্ম নিবন্ধন সনদ দাখিল করিতে হইবে।  জনাব মোঃ জাহিদ হাসান শুভ, চেয়ারম্যান (নিবন্ধক) ও সৈয়দ আফলাক হোসেন, ইউপি সচিব (নিবন্ধন-প্রস্তুতকারক)।

ইউনিয়ন তথ্য বাতায়ন নতুন ভার্সনে আপডেট এর কাজ চলছে..কোন তথ্য না পেয়ে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- 

               মোঃ আবু সাঈদ আকন্দ, উদ্যোক্তা, জামালপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার. মোবাইল: 01318 039585


বিস্তারিত- চেয়ারম্যান

চেয়ারম্যান- জামালপুর ইউনিয়ন পরিষদ

মোঃ জাহিদ হাসান শুভ ইউপি চেয়ারম্যান  মোবাইল : ০১৭২১ ৮৮৪৪৮২  ই-মেইল : upc.jamla1972@yahoo.com  সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান

মোঃ জাহিদ হাসান শুভ

 ইউপি চেয়ারম্যান

মোবাইল : ০১৭২১ ৮৮৪৪৮২


জনাব মোঃ জাহিদ হাসান শুভ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ০৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচিত হন।  বাংলাদেশ আওয়ামীলীগ এর অংগ সংগঠন জাতীয় শ্রমিক লীগ এর ইউনিয়ন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।


 

রাজনৈতিক পরিচয়

জনাব মোঃ জাহিদ হাসান শুভ একটি সম্ভ্রান্ত ও প্রথিতযশা রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা মরহুম আলহাজ্ব কছির উদ্দিন মন্ডল।

পারিবারিক ধারাবাহিকতায় মোঃ জাহিদ হাসান শুভ  একটি প্রথিতযশা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে অত্যন্ত নিষ্ঠা এবং  দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছেন।

পেশাগত ও শিক্ষাগত পরিচয়

জনাব মোঃ জাহিদ হাসান শুভ পেশায় একজন ব্যবসায়ী। 

তাহার দুই সন্তান (ছেলে ২ জন এবং মেয়ে ১ জন)